‎ ‎ on Clubhouse

Updated: Jul 24, 2023
‎ ‎ Clubhouse
71 Followers
96 Following
@ex0569 Username

Bio

অবনী বাড়ি আছো

অবনী বাড়ি আছো

দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া

কেবল শুনি রাতের কড়ানাড়া ‘অবনী বাড়ি আছো?

বৃষ্টি পড়ে এখানে বারোমাস এখানে মেঘ গাভীর মতো চরে পরামুখ সবুজ নালিঘাস

দুয়ার চেপে ধরে ‘অবনী বাড়ি আছো?'

আধেকলীন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমি সহসা শুনি রাতের কড়ানাড়া ‘অবনী বাড়ি আছ?”রবীন্দ্রনাথ ঠাকুর

শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, "বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।' কহিলাম আমি, "তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।। শুনি রাজা কহে, "বাপু, জানো তো হে, করেছি বাগানখান পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা- ওটা দিতে হবে।' কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি সজল চক্ষে, "করুণ বক্ষে গরিবের ভিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!' আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, "আচ্ছা, সে দেখা যাবে।' পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে। এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি- রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্বনিখিল দু বিঘার পরিবর্তে। সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য! ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি
কটা মধুময় মিষ্টি হাসির আঁড়ালে, লুকানো থাকে কত শত ব্যথা;

বলা যায় না সে সব জনসমক্ষে, বুকের ভেতর আছে যে কথা | সবাই দেখে ভালোই তো আছি কীসের দুঃখ কষ্ট তোর, - কিন্তু কেউ কি জানে কী যে আমার বুকের ভেতরের গোপন খবর | জানে সেই চোখের জলে ভেজা বিছানার ওই নরম বালিশ, যার উপরে রেখে মাথা আমি চুপি চুপি কেঁদেছি অহর্নিশ | কত বলেছি মন কে কাঁদিস কী কারণ তোর আবার কীসের দুখ মন বলেছে পাগল তুই বুঝবি না, এই কান্নায় আছে কত যে সুখ! মনের যত বীর

বল উন্নত মম শির!

শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!

বল বীর

বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি

চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'

ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া, খোদার আসন 'আরশ' ছেদিয়া

উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর! মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!

বল বীর

আমি চির-উন্নত শির!

আমি চিরদুৰ্দ্দম, দুর্বিনীত, নৃশংস,

মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,

আমি মহাভয়, আমি ব্যথা, মন-ই সে জানে তবুও একটা হাসি দিয়ে একদিন বুঝবে সবাই আমাকে সেদিন হয়তো আমি রব না, প্রিয়জনেরা খুঁজবে তখন সবাইপ্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, "বলব।" বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল, "আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি?" একটুকু রইলেম চুপ করে; তারপর বললেম, "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।"

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
July 24, 2023 71 -28 -28.3%
December 09, 2021 99 0 0.0%

Member of

More Clubhouse users